Wellcome to National Portal
Main Comtent Skiped

ঘটনাপুঞ্জ

ঘটনাপুঞ্জ

শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন:

পিটিআই সিরাজগঞ্জ এ দিবসটি ভাবগাম্ভীর্যের সাথে পালন করে। এই দিন সকাল ১০.৩০ মিনিট শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের সম্মানে ১ মিনিট নিরবতা পালন
  • দিনটির তাৎপর্য তুলে ধরে অনলাইনে শিক্ষক ও কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপন
  • বেলা ১২.০০ ঘটিকার সময় শহীদ মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

 

মহান বিজয় দিবস উদযাপন:

 

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। যেসব কীর্তিমান মানুষের আত্মত্যাগে এই বিজয় সম্ভব হয়েছিল, বিজয়ের দিনে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যেসব বীর মুক্তিযোদ্ধা নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে এ বিজয়কে অনিবার্য করে তুলেছিলেন, তাঁদের প্রতি জানাই সশ্রদ্ধ অভিবাদন।


পৃথিবীর সব স্বাধীন দেশের স্বাধীনতা দিবস থাকলেও বিজয় দিবস থাকে না। বাংলাদেশ সেই বিরল সৌভাগ্যের অধিকারী দেশ, যেটি ২৪ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পর রণাঙ্গনে শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছে।

এই দিনে পিটি আই সিরাজগঞ্জ নানা কর্মসূচী গ্রহণ করেছে:

  • জাতীয় পতাকা উত্তোলন
  • বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পন
  • শিক্ষার্থীদের সাথে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কবিতা আবৃতি- আমার বাংলাদেশ
  • রচনা প্রতিযোগিতা- প্রাথমিক শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা শিরোনাম
  • চিত্রাঙ্কন প্রতিযোগিতা- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ
  • মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা
  • শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান