কী সেবা |
কীভাবে পাবেন |
ডিপিএড কোর্সে ভর্তি |
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক নির্ধারিত কোটা অনুযায়ী –UEO, ডিপিএড কোর্সে ভার্তির জন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের মধ্য থেকে ডেপুটেশনে পিটিআই-এ প্রেরণ করবেন এবং শুধুমাত্র তারাই পিটিআই-এ ভর্তি হতে পারবেন। |
ডিটিএড সার্টিফিকেট প্রাপ্তি |
পিটিআই সুপারিনটেনডেন্ট বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন দাখিল করে ডিপিএড সনদ সংগ্রহ করা যাবে। |
ডিপিএড শিক্ষার্থীদের আবাসন |
ডিপিএড কোর্সে ভর্তি হওয়ার পর হোস্টেলে থাকার ব্যবস্থা রয়েছে। দায়িত্বপ্রাপ্ত হোস্টেল সুপার বরাবর সিটের আবেদন করে বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে আবাসনের সুযোগ থাকবে। |
স্বল্পকালীন আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ |
অধিদপ্তর কর্তৃক নির্দেশিত আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ হয়। এ প্রশিক্ষণে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্বাচিত বিদ্যালয়ের শিক্ষকগণ প্রশিক্ষণ নিয়ে থাকেন। এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী পিটিআই হোস্টেলে অবস্থান করা আবশ্যক। |
সাইকেল/মটর সাইকেল রাখার ব্যবস্থা |
প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাইকেল/মটর সাইকেল রাখার জন্য ব্যবস্থা রয়েছে। |
পাঠ্যপুস্তক |
ডিপিএড কোর্সের পাঠ্যপুস্তক ভর্তি হওয়ার পর বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীরা পিটিআই লাইব্রেরি থেকে অন্যান্য বই নিজের নামে ইস্যু করে ব্যবহার করতে পারবেন। |
ডিপিএড শিক্ষার্থী ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আইসিটি শিক্ষা |
শ্রেণি রুটিনের মাধ্যমে ICT বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারে। |
বইপড়া কর্মসূচী |
বিশ্ব সাহিত্য কেন্দ্রের নির্ধারিত বই ডিপিএড শিক্ষার্থীদের PTI এর লাইব্রেরির মাধ্যমে ইস্যু পূর্বক বই পড়ার সুযোগ। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS