Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
How to get services
Details

কী সেবা

কীভাবে পাবেন

ডিপিএড কোর্সে ভর্তি

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক নির্ধারিত কোটা অনুযায়ী –UEO, ডিপিএড কোর্সে ভার্তির জন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের মধ্য থেকে ডেপুটেশনে পিটিআই-এ প্রেরণ করবেন এবং শুধুমাত্র তারাই পিটিআই-এ ভর্তি হতে পারবেন।

ডিটিএড সার্টিফিকেট প্রাপ্তি

পিটিআই সুপারিনটেনডেন্ট বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন দাখিল করে ডিপিএড সনদ সংগ্রহ করা যাবে।

ডিপিএড শিক্ষার্থীদের আবাসন

ডিপিএড কোর্সে ভর্তি হওয়ার পর হোস্টেলে থাকার ব্যবস্থা রয়েছে। দায়িত্বপ্রাপ্ত হোস্টেল সুপার বরাবর সিটের আবেদন করে বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে আবাসনের সুযোগ থাকবে।

স্বল্পকালীন আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ

অধিদপ্তর কর্তৃক নির্দেশিত আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ হয়। এ প্রশিক্ষণে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্বাচিত বিদ্যালয়ের শিক্ষকগণ প্রশিক্ষণ নিয়ে থাকেন। এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী পিটিআই হোস্টেলে অবস্থান করা আবশ্যক।

সাইকেল/মটর সাইকেল রাখার ব্যবস্থা

প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাইকেল/মটর সাইকেল রাখার জন্য ব্যবস্থা রয়েছে।

পাঠ্যপুস্তক

ডিপিএড কোর্সের পাঠ্যপুস্তক ভর্তি হওয়ার পর বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীরা পিটিআই লাইব্রেরি থেকে অন্যান্য বই নিজের নামে ইস্যু করে ব্যবহার করতে পারবেন।

ডিপিএড শিক্ষার্থী ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আইসিটি শিক্ষা

শ্রেণি রুটিনের মাধ্যমে ICT বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারে।

বইপড়া কর্মসূচী

বিশ্ব সাহিত্য কেন্দ্রের নির্ধারিত বই ডিপিএড শিক্ষার্থীদের PTI এর লাইব্রেরির মাধ্যমে ইস্যু পূর্বক বই পড়ার সুযোগ।